প্রাগৈতিহাসিককালে পর্তুগীজ জলদস্যু দ্বারা আক্রান্ত পটুয়াখালী জেলার আমড়াগাছিয়া অঞ্চলের মানুষেরা সহজ সরল এবং স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত। লুঙ্গি গামছাহচ্ছে পুরুষদের আর শাড়ি কিংবা সালোয়ার কামিজ নারীর আটপৌরে যাপিতজীবনের লজ্জা নিবারণের প্রধানতম উপকরন। মাছ আর ভাতই খাদ্য তালিকায় প্রথম স্থান অধিকার করে আছে আজো। তদুপরি এখানকার মানুষেরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকে।
যেমনঃ আমাদের- মোগো, আমি- মুই, আমরা- মোরা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস